Howrah

Apr 28 2023, 19:03

*কলিয়াগঞ্জে বিজেপি কর্মীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ*

কলিয়াগঞ্জে বিজেপি কর্মীকে হত্যার প্রতিবাদে হাওড়ায় বিজেপির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ। 

বিজেপির অভিযোগ, পুলিশের দ্বারা গুলিবদ্ধ হয়ে কালিয়াগঞ্জে ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার মন্ডল সহসভাপতি ৩৩ বছরের মৃত্যুঞ্জয় বর্মন খুন হয়। তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি, হাওড়া জেলা সদর তপশিলি মোর্চার ডাকে আজ বিকাল বিকেলে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

পঞ্চাননতলা রোডে দলের জেলা সদর কার্যালয় থেকে মিছিল করে গিয়ে হাওড়া ময়দানে টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা।

Howrah

Apr 28 2023, 10:56

*ব্যাহত ট্রেন পরিষেবা*


দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় সকাল ৯ঃ৪৫ লোকাল ট্রেনের প্যানটোগ্রাফ ভেঙে যায়।যার জেরে আপ ও ডাউন লাইনের ট্রেন পরিষেবা ব্যহত।পুরোপুরি বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

কোনা স্টেশনের কাছে ঘটনাটি ঘটে।অফিস টাইমে সমস্যায় পড়েন যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারি আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন ৯.৪৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে যার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ।রেলে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।দ্রুত মেরামতি কাজ শুরু হয়েছে।তাড়াতাড়ি ট্রেন পরিষেবা চালু হবে।

Howrah

Apr 28 2023, 07:16

*শুরু হতে চলেছে হাওড়া-পুরি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল*

খুব শীঘ্রই এই রাজ্য পেতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া নিউ জলপাইগুড়ি পর হাওড়া পুরী রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে এই ট্রেনের প্রথম ট্রায়াল রান হয়। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ট্রেনটি ছাড়ে সকাল ৬ টা ১০ মিনিটে।

৬ ঘন্টা ২৫ মিনিট পর পুরী পৌঁছাবে দুপুর বারোটা ৩৫ মিনিটে। আবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে ওই ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। রাত সাড়ে আটটায় পৌঁছাবে হাওড়ায়। অর্থাৎ একই দিনে ফিরে আসা যাবে। কবে ১৬ কোচের এই বন্দে ভারত এক্সপ্রেসের দ্বিতীয় ট্রেনটি চালু হবে তা এখনো ঠিক হয়নি। তবে দক্ষিণ-পূর্ব রেল সুত্রের খবর মে মাস থেকেই এই ট্রেন চালু হতে পারে। উল্লেখ্য রেলমন্ত্রক যাত্রীদের জন্য নববর্ষের উপহার হিসাবে পয়লা জানুয়ারি হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু করে। প্রথম বন্দে ভারত ট্রেনটির মতো দ্বিতীয় ট্রেনটিতেও একই ধরনের সুবিধা পাওয়া যাবে।

Howrah

Apr 27 2023, 18:58

*সারা ভারতে হিন্দুরা বিপদে পড়েছে: হিন্দু পরিষদের প্রতিষ্ঠাতা*


 আজ আন্তর্জাতিক হিন্দু কাউন্সিলের প্রতিষ্ঠাতা প্রবীণ তোগাদিয়া তার সংগঠনকে আরও শক্তিশালী করতে হাওড়ার শিবপুর বি গার্ডেন থানার অন্তর্গত বিই কলেজ এলাকায় পৌঁছেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের মন্দিরে এবং আমাদের বাড়িতে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা উচিত এবং সংগঠনের সাথে জড়িত প্রতিটি ব্যক্তিকে অন্যের কাছে গিয়ে তাদের বাড়ি থেকে এক মুঠো শস্য সংগ্রহ করে দরিদ্র মানুষকে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে তিনি বলেন, হনুমান চালিসা পাঠ করে মানুষের মধ্যে শক্তি ভরানোর কাজও নিরাপত্তা ও ওষুধের ব্যবস্থা করা হবে।আগামী 30 থেকে 35 বছরের মধ্যে আমরা সচেতন না হলে ভারত ঘুরে দাঁড়াবে। একটি মুসলিম দেশে, তাই আমাদের এখন থেকে সতর্ক ও ঐক্যবদ্ধ হতে হবে।

 রাম নবমীর মিছিলে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি শুধু বাংলার জন্য বলব না, সারা দেশের হিন্দুরা বিপদে পড়েছে। কেন রথযাত্রায় বারবার হামলা হচ্ছে শুধু হিন্দুরা ভিকটিম আর জিহাদি হামলাকারী। হিন্দুরা আগ্রাসী হলে ঈদ-ই-মিলাদ ও রমজানে হামলা হতো, এমনটা দেশের কোথাও হয় না, কেন হামলা হয় শুধু রাম নবমীতে, জিহাদিরা এর জন্য দায়ী। দেশের কোথাও যেন পুলিশের ওপর হামলা না হয়, পুলিশ সরকারের অংশ। দেশের প্রতিটি কোণায় নারীরা নিরাপদ নয়, লাখ লাখ নারী নির্যাতনের শিকার, নারীদের সুরক্ষা দিতে হবে।

Howrah

Apr 27 2023, 16:26

* শীঘ্রই শুরু হতে চলেছে পুরী হাওড়া বন্ধ ভারত এক্সপ্রেস*


গতকাল রাত চেন্নাই আইসিএফ রেল ফ্যাক্টরি থেকে বন্দে ভারতের নতুন রেক হাওড়া স্টেশন এসে পৌঁছায় গতকাল রাত।সেখান থেকে সাতরাগাছি কোচিং কমপ্লেক্সের রাখা হয়েছে সেখানে তার বিভিন্ন মেনটেনেন্স এর কাজ খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারী আদিত্য কুমার চৌধুরী তিনি জানিয়েছেন একটি বন্দে ভারত নতুন রেক এসে পৌঁছেছে ইতিমধ্যে হাওড়া থেকে পুরী বা হাওড়া থেকে রাঁচি যাত্রা শুরু হতে পারে, যদিও এখনো পর্যন্ত রেল বোর্ডের তরফ থেকে কোনরকম নির্দেশ আসেনি তাও বেশিরভাগ চান্স রয়েছে হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করা।

Howrah

Apr 27 2023, 14:58

*পড়ে রয়েছে ঐতিহাসিক লেটার বক্স! পথে নামলো বুদ্ধিজীবীরা*


উলুবেড়িয়া মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে অবহেলা আর অযত্নে পড়ে আছে একটি লেটার বক্স। জানা যায়,এটি রাণী ভিক্টোরিয়ার সময়ে ' SUTTI ' (সার্টি )লেটার বক্স তথা ক্রাউন টপ লেটার বক্স।

১৮৫৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পোস্ট অফিস অ্যাক্ট চালু করার পরে ই ১৮৫৭ সালে রাণী ভিক্টোরিয়ার শাসনভার গ্রহণ করলে, এই ধরণের লেটার বক্স ভারতবর্ষের বিভিন্ন স্থানের সঙ্গে দ্রুত ডাক যোগাযোগের মাধ্যম হিসেবে স্থাপন করেছিলেন। ' SUTTIE (সার্টি) & CO ' নামক একটি সংস্থা ১৮৫৬ থেকে ১৮৫৭ সালে স্কটল্যান্ডে এই লেটার বক্স তৈরি করে।

রাণী ভিক্টোরিয়ার সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে উলুবেড়িয়াকে ডাক ব্যবস্থার সাথে যুক্ত করতে এই ' SUTTIE ' (সার্টি )লেটার বক্স স্থাপন করেছিলেন। যেখানে এই লেটার বক্সটি স্থাপন করা হয়েছিল সেই স্থানটি বর্তমানে উলুবেড়িয়া মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে।

বর্তমানে এই লেটার বক্সটি ব্যবহার যোগ্য হওয়া সত্ত্বেও অবহেলা আর অযত্নে পড়ে আছে। লেটার বক্সটি পথচারী ও উলুবেড়িয়া আসা বিভিন্ন মানুষদের চক্ষের আড়ালে থেকে গেছে ফল বিক্রেতা ও হকারদের দখলের ফলে। এই লেটার বক্সটির সামনে ফল বিক্রেতা ও অন্যান্য হকাররা লেটার বক্সটিকে আড়ালে রেখে তাদের পসরা সাজিয়ে বসছেন প্রতিদিন উলুবেড়িয়ার বুদ্ধিজীবী মহল অভিযোগের সুরে বলেন, ' মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অবহেলিত ও অযত্নে পড়ে থাকা লেটার বক্সটিকে সংরক্ষণ করার জন্য মহকুমা প্রশাসকের পক্ষে কোনো ও উদ্যোগ নেওয়া হয় নি।

এই লেটার বক্সটির কয়েক হাত দূরত্বে আছে উলুবেড়িয়া আদালত ও সংশোধনাগার।কয়েকশো ফুট দূরত্বে আছে উলুবেড়িয়া রবীন্দ্রভবন । যেখানে সরকারি - বেসরকারি ভাবে নানা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান গুলিতে সাংসদ, বিধায়ক,মন্ত্রী প্রশাসনিক আধিকারিকবৃন্দরা উপস্থিত থাকেন।কয়েকশো ফুট দূরত্বে উলুবেড়িয়া পৌরসভা কার্যালয় আছে। আছে উলুবেড়িয়া মহকুমা পুলিশ সুপার এর কার্যালয়, উলুবেড়িয়া থানা।এত প্রতিষ্ঠান থাকায় নিয়মিত এই স্থান দিয়ে প্রশাসনিক আধিকারিকবৃন্দ, সাংসদ, বিধায়ক, মন্ত্রীদের আসা যাওয়া থাকলেও তারা ও ঐ ঐতিহাসিক লেটার বক্সটি সংরক্ষণের কোনো ও উদ্যোগ নেন নি ' ।

বুদ্ধিজীবী মহলের দাবি, ' এই লেটার বক্সটিকে সঠিক ভাবে সংরক্ষণ ও সুরক্ষিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন, উলুবেড়িয়া পৌরসভা,সাংসদ - বিধায়ক ও মন্ত্রী যেন ব্যবস্থা গ্ৰহণ করেন ' ।

Howrah

Apr 26 2023, 16:49

*বিচারকের সই নকল! উত্তেজনা আদালত চত্বরে*

হাওড়া আদালতের বিচারকের সই জাল করার অভিযোগে গ্রেফতার এক মুহুরী।গতকাল সন্ধ্যায় তাকে হাওড়া আদালত চত্তর থেকে গ্রেফতার করা হয়।আজ তাকে আদালতে পেশ করা হয়।ধৃতের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে হাওড়া থানার পুলিশ।জানা গেছে পকসো আদালতের বিচারাধীন জেল বন্দি অমিত ধানুকা নামে এক ব্যক্তি।

তাকে জামিন করানোর নামে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নকল সই করা রিলিজ অর্ডার তৈরি করে অমিত দেবনাথ নামে এক মুহুরী।এই অর্ডার হাওড়া জেলা সংশোধনাগারে পাঠানো হলে সন্দেহ হয় জেলের আধিকারিকদের।কারন গতকাল আদালতে কর্মবিরতি ছিলো আইনজীবীদের।তাছাড়া রিলিজ অর্ডার হবার কথা পকসো আদালত থেকে সেখানে সেই আদালতের বিচারকের সই থাকার কথা।কিন্তু সই ছিলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের।

তদন্ত করে জানা যায় এটা নকল রিলিজ অর্ডার।ঘটনাটি জানানো হয় হাওড়া আদালতের ল ক্লার্ক এসোসিয়েশনে।সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত মুহুরী অমিত দেবনাথকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ওয়েস্টবেঙ্গল ল ক্লার্ক এসোসিয়েশনের হাওড়া ইউনিটের সভাপতি সন্তোষ দাস জানান,বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্ত মুহুরিকে তারা সাসপেন্ড করবেন।আগামীকাল এনিয়ে বৈঠক করা হবে।মুহুরির কাজ করতে গেলে ল ক্লার্ক কাউন্সিল থেকে যে বৈধ অনুমতি নিতে হয় তা বাতিল করার জন্য আবেদন করা হবে।হাওড়া আদালতে যাতে অমিত দেবনাথ কাজ না করতে পারে সে ব্যবস্থা করা হবে।

Howrah

Apr 26 2023, 13:07

মেরামতির জন্য ২দিন রাতে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতু


হাওড়া: মেরামতির জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতু।আগামী শনিবার রাত ১১.৫৫ থেকে ভোর পাঁচটা পর্যন্ত, রবিবার রাত ১১ টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হবে সেতুর যান চলাচল।মালবাহী গাড়ি যাবে নিবেদিতা সেতু হয়ে।অন্যান্য গাড়ি হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু হয়ে যাবে।

এছাড়াও হাওড়া ব্রিজ মেরামতির কাজ শুরু হবে খুব শীঘ্রই।তার জন্য রাতে ট্রায়াল রান হচ্ছে।অর্থাৎ যে অংশ মেরামত হবে প্রথমে সেখানে গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হচ্ছে।পরীক্ষা করে দেখা হচ্ছে এরফলে যানজট কতটা হতে পারে।এই রিপোর্ট জমা দেওয়ার পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে ব্রিজের রাস্তা তৈরির কাজ শুরু হবে।

Howrah

Apr 25 2023, 15:56

*সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নবান্নে ডেপুটেশন জমা*

আজ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নবান্নে ডেপুটেশন দেওয়া হয়।চারজন প্রতিনিধি আজ দুপুরে নবান্নে আসেন।মুখ্যসচিবের দপ্তরে ডেপুটেশন দেন।এই কর্মসূচি ঘিরে ছিলো কড়া নিরাপত্তা।রাজ্য সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান অন্যান্য সরকারি কর্মীদের হেল্থ স্কিমের আওতাভুক্ত করা হলেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তা করা হয়নি।তাই তাদের হেল্থ স্কিমের আওতাভুক্ত করতে হবে অবিলম্বে। আজ সেই দাবী নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের এই দাবী জানিয়ে মেইল পাঠানো হবে।তিনি আরো বলেন কিছুদিন আগে তাদের ডি এ সহ অন্যান্য দাবী নিয়ে নবান্নে যে বৈঠক হয়েছিলো তা ফলপ্রসু হয়নি।তাই সেই বৈঠকের পর কি চিন্তাভাবনা করছে সরকার তা চিঠি দিয়ে জানতে চাওয়া হবে।

Howrah

Apr 24 2023, 18:51

*সরকারি হোমে নেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি!*

লিলুয়ার সরকারি হোমে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি না থাকা নিয়ে উষ্মা প্রকাশ জাতীয় শিশু সুরক্ষা কমিটির সদস্য দিব্যা গুপ্তা। হোম পরিদর্শনে এসে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে দূরত্ব যদিও থাকে তার প্রভাব বাচ্চাদের উপর যেন না পড়ে সেদিকে অবশ্যই নজর দিতে হবে।

তাই সরকারি ভবনে দেশের প্রধান পদে আসীন ব্যক্তিদের ছবি থাকা উচিত। তবে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য হোমের সমস্ত সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কিছু আভ্যন্তরীণ বিষয়ে অবশ্যই রয়েছে যা নিয়ে প্রকাশ্যে তিনি মুখ খুলতে চান নি।সীমান্ত টপকে দেশে আসা বাংলাদেশী শিশুদের নিয়ে আদেও কি চিন্তিত সে দেশের সরকার? লিলুয়ার সরকারি হোম পরিদর্শনে এসে প্রশ্ন তুললেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য দিব্যা গুপ্তা। তাঁর সাফ জবাব, আমাদের সরকার যতটা উদ্যোগী হবে ততটা বাংলাদেশের সরকারকেও উদ্যোগী হতে হবে। তবেই সমস্যার সমাধান হবে।

কারণ আমাদের দিক থেকে বিষয়টি দেখতে গেলে, যারা অনুপ্রবেশকারী তারা বেআইনি পদ্ধতি অবলম্বন করেছেন। তা সত্ত্বেও আমরা তাদের থাকার বন্দোবস্ত করছি খাওয়ার ব্যবস্থা করছি পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করছি। বাংলাদেশ সরকারের উচিত ভারত সরকারের কাছে আবেদন করে তার দেশের বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যাওয়া। কারণ হোমের আবাসিকরা আমার কাছে জানিয়েছেন তারা দেশে ফিরতে চান।

 তবে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য হোমের সমস্ত সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।